জাতীয় চা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টি রিসোর্ট প্রাঙ্গণে শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং-এ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি স্থানীয় সংবাদকর্মীদের জানান-শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চবিদ্যালয় মাঠে 'চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প' প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে আগামীকাল রবিবার ৪ জুন ২০২৩ তারিখে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মত 'জাতীয় চা দিবস' উদযাপন এবং দেশে এ বছর প্রথমবারের মতো দেওয়া হচ্ছে ‘জাতীয় চা পুরস্কার’।
যৌথভাবে এ পুরস্কার প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ড। অনুষ্ঠানে চা-শিল্পের চাষাবাদ থেকে বিপণন পর্যন্ত বিভিন্ন স্তরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন বলেন, ‘গত ২২ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির সভাপতিত্বে জাতীয় চা-পুরস্কার যাচাই-বাছাই কমিটির সভায় সিদ্ধান্ত হয় এবারের জাতীয় চা-দিবস উদযাপিত হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় মাঠে। এখানে দেশের চা-বাগানগুলোর মালিক, শ্রমিক ও চা-শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উপস্থিতিতে চা-শিল্পে অবদান রাখায় ৮ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’। যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা-বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান, বৈচিত্র্যময় চা-পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (চা-শ্রমিক)। এসব পুরস্কার চা-শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, ‘এবারের জাতীয় চা-দিবস আমাদের জন্য একটি ভিন্ন মাত্রার আয়োজন।
শনিবার (৩ জুন) সরেজমিন ঘুরে দেখা যায় আগামীকালের জাতীয় চা-দিবস উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ের। ভানুগাছ রোড থেকে নিয়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত সড়কে চা দিবসের অনুষ্ঠান সফল হোক সম্বলিত ফেস্টুন। এছাড়া বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চবিদ্যালয় মাঠের পরিচর্যা করার কাজ শেষ পর্যায়ে। মঞ্চ তৈরিসহ চেয়ার এবং অন্যান্য কাজও শেষ হয়েছে। নানাভাবে সাজানো হয়েছে বিদ্যালয় মাঠ। আজ অনুষ্ঠিত প্রেস ব্রিফিং থেকে জানা যায়, সিলেটের মালনিছড়া চা বাগানে ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করা হয়। ধীরে ধীরে এ অঞ্চলের অন্যতম সম্ভাবনাময় শিল্প হিসেবে চা শিল্প বিকশিত হতে থাকে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ব্রিটিশ শাসনাধীন উপমহাদেশের এ অঞ্চলে চা শিল্পের অগ্রগতি মূলত ব্রিটিশদের মাধ্যমেই হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ খ্রি. তারিখ থেকে ২৩ অক্টোবর ১৯৫৮ খ্রি. তারিখ পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পে জাতির পিতার অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে গত ২০ জুলাই ২০২০ খ্রি. তারিখে মন্ত্রিসভার বৈঠকে ০৪ জুনকে "জাতীয় চা দিবস" ঘোষণা করা হয়েছে। এ বছর আমরা তৃতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করছি। এ বছর চা শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন চা শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চায়ের রাজধানী বলে পরিচিত শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। “বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠ” প্রাঙ্গণে আয়োজিত চা দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান ইতোমধ্যে শ্রীমঙ্গলে এসে সংবাদকর্মীর সাথে প্রেসব্রিফিং-এ অংৃম নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ, উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশীয় চা সংসদ এর সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান ও এফবিসিসিআই এর সভাপতি মো: জসিম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সকাল ১০.০০ টা থেকে আলোচনা সভা শুরু হবে। আলোচনা সভা শেষে সকাল ১১.১৫ টায় দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে 'জাতীয় চা পুরস্কার ২০২৩" প্রদান করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে এ বছর প্রথমবারের মত 'জাতীয় চা পুরস্কার' প্রদান করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি এমপি বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সদন তুলে দিবেন।
এছাড়া দিবস উপলক্ষ্যে দিনব্যাপী চা মেলার আয়োজন করা হয়েছে। চা মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন ও বিক্রি করা হবে। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকবে। এছাড়াও বঙ্গবন্ধু পাডেলিয়ন এবং শ্রীমলস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে। চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নে পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের ছায়াতলে দেশের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চা উৎপাদনকারী ও বিপণনকারীদের পাশাপাশি বড় ভূমিকা পালন করছে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট অদম্য শ্রমিকগণ। শ্রমঘন এ শিল্পে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাগান মালিকগণ কাজ করে চলেছে।
প্রেস ব্রিফিং-এ আরএ উপস্থিত ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি,ড.একেএম রফিকুল হক পরিচালক পিডিইউ, চা বোর্ডের সদস্য অর্থ ও বাণিজ্য মোহাম্মদ নুরুল্লা নুরী, সদস্য কামরুল আমিন প্রমুখ। এসময় বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রেসব্রিফিং-এস্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
১ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে