দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহি শ্রীমঙ্গল প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এক বিবৃতিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে নিহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনায় একজন চেয়ারম্যান জড়িত থাকার অভিযোগ করেছেন। এই অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাটহাট এলাকায় সাংবাদিক নাদিমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
১ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে