ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম গ্রেফতার সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ের সড়কে বর্ষা আসতেই শুরু হয় যানচলাচলে ভোগান্তি, রাস্তা উঁচু করতে ইউনিয়ন বাসীর দাবি। ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে মনোনয়ন কিনেছেন ২২ জন, নির্বাচন ১৫ জানুয়ারি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী 'শ্রীমঙ্গল প্রেসক্লাব' এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর মনোনয়নপত্র কিনেছেন ২২ জন প্রার্থী।

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের বিপরীতে ২২  জন মনোনয়নপত্র কিনেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম ইদ্রিস আলী (দৈনিক আমার দেশ) ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর); সহসভাপতি পদে আবুল ফজল আব্দুল হাই ডন (দৈনিক সিলেটের ডাক), মো. আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সৈয়দ ছায়েদ আহমদ (দৈনিক আলোকিত বাংলাদেশ) ও শাহাব উদ্দিন (দৈনিক মৌমাছিকণ্ঠ); সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আরাফাত রবিন (সম্পাদক, দৈনিক খোলাচিঠি), মো. সাইফুল ইসলাম (দৈনিক কালেরকণ্ঠ) ও রুবেল আহমদ (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) (দৈনিক খবরপত্র), আবুজার রহমান বাবলা (দৈনিক শুভ প্রতিদিন) ও এম এ রকিব (দৈনিক নয়াদিগন্ত); কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন জসিম (দৈনিক ইনকিলাব); সহ-সম্পাদক (দপ্তর) পদে শামছুল ইমলাম শামিম (দৈনিক জবাবদিহি); সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন (বাংলা নিউজ টুয়েন্টফোর ডট কম); সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল (দৈনিক সিলেট মিরর) ও নুর মোহাম্মদ সাগর (দৈনিক সিলেট প্রতিদিন), কার্যকরী কমিটির সদস্য পদে ইসমাইল মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. কাওছার ইকবাল (দৈনিক বাংলার দিন), সৈয়দ আমিরুজ্জামান (সাপ্তাহিক নতুন কথা), মিসবাহ উদ্দিন যুবায়ের (সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি) ও মো. শাকির আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ)।

গত ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী৷

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা। একইদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাসেও রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭৬ সালের ২৫ জুন প্রতিষ্ঠিত এই প্রেসক্লাব শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীদের ঐক্য ও পেশাগত দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ বছরেও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক রাখতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আরও খবর