মাদকমুক্ত এলাকা গড়তে যুবকদের উদ্যোগ ফেসবুকে প্রশংসায় ভাসছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ ও রেল কলোনি এলাকায় মাদক ব্যবসা বন্ধের আবেদন জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বরাবর বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আবেদন জমা দিয়েছেন শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার স্থানীয়রা।
এলাকাবাসির পক্ষে আবির আল আজাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আমরা শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগসহ আশেপাশের এলাকার শান্তিপ্রিয় নাগরিক। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের এলাকায় বিগত কয়েক বছরের পরিক্রমায় মাদক ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে। দিনে দুপুরে সবার সামনে মাদকের কেনাবেচা চলছে। এতে করে কিশোর ও তরুণ প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে। যুব সমাজ ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তাছাড়া বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও পথচারীদের ছিনতাই, শ্রীমঙ্গল স্টেশনের যাত্রীদের মালামাল ছিনতাই ইত্যাদি বেড়েই চলেছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি, টাকার লোভে পড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আপনার (ডিসি) মাধ্যমে এই মাদক ব্যবসা বন্ধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসী বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আশা করি পুলিশের টহল বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হলে, শাপলাবাগ, রেল কলোনিসহ আশেপাশের এলাকাকে পুনরায় একটি শান্তিপূর্ণ আবাসস্থলে রূপান্তর করা সম্ভব হবে।
প্রসঙ্গত, সম্প্রতি শাপলাবাগ এলাকার স্থানীয় কয়েকজন যুবকসহ এলাকাবাসির উদ্যোগে শাপলাবাগ রেল কলোনিসহ বিভিন্ন স্থানো মাইকিং করে মাদক ব্যবসা বন্ধে সবাইকে সতর্ক করা হয়। মাইকিং এ বলা হয় স্থানীয় এলাকাবাসিদের পরামর্শে এবং পুলিশের সহযোগিতায় মাদক ব্যবসা বন্ধে আমরা বিভিন্ন স্থানে তল্লাশি করবো। কারো কাছে মাদক পাওয়া গেলে বা কেউ এই ব্যবসা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। মাইকিং করার পর স্থানীয় যুবকরা কয়েকজনকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেন।
বিশেষ করে শাপলাবাগ রেল কলোনির মাদক ব্যবসায়ি শাহিদা আক্তারের বাসায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে মাদক ও ইয়াবা বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনার পর একই এলাকা থেকে মাদক ব্যসায় জড়িত শাহিদা আক্তার আরও ৫জনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। স্থানীয় যুবকদের মাদক বিরোধী এমর কার্যক্রমে এলাকাবাসি খুশি। মাদক বন্ধে স্থানীয় ববসায়ি শাহিন আহমেদ, সোহেল আহমেদ, আবির আল আজাদ-মাইনুসহ অনেকেই এখন ফেসবুকে প্রশংসায় ভাসছেন।
৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে