শার্শায় বাজারজাতকরনের সময়ের আগেই পেঁকে ঝরে যাচ্ছে হিমসাগর আম,বিপাকে চাষী গলাচিপায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজার সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি’-ডা: জাহিদ হোসেন লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নেশা শুধু টাকা ,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। চেয়ারম্যান নির্বাচিত হলো জামায়াত নেতা, সাড়ে তিন বছর পর আদালতে রায় কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "নতুন করে" সাম্য হত্যাকান্ডে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে সভা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশাশুনিতে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পুলিশের হামলায় কলার বোন ভাঙলো সাংবাদিকের বস্তা বন্দী করে শিশুকে নদীতে ফেলার সময় দুজন আটক জাবিতে মানোন্নয়ন পরীক্ষা চালু করাসহ চার দফা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের, পুলিশের বিচার দাবি হাটহাজারী-কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে - স্বাস্থ্য উপদেষ্টা সিরাজগঞ্জে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু গোয়ালন্দে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

শ্রীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ২০ টি বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।


 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে কোদলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিলেও সরকার পতনের পর থেকে সেখানে দু’টি সামাজিক দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। যার এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কোদলা গ্রামের বিএনপি নেতা মো. তুরাফ আলী এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একই গ্রামের বিএনপি নেতা ইয়াকুব আলী বিশ্বাস। সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সাবেক সেনা সদস্য মো. কামরুল ইসলাম কোদলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামের খাবার দিতে গেলে তোরাফ আলীর সমর্থক রবিউল ইসলামসহ বেশ কয়েকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কামরুল ইসলামকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যাই। এ ঘটনা তার সামাজিক দলের লোকজনের কাছে বললে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।




এ সময় তোরাফ আলী পক্ষের সমর্থক আব্দুল কাদের (৪৫), নবাব (৪৮), মারুফ(২৫), লতিফ (৩৫), ওয়াসিম (২৫), জমির মোল্লা (৪০) এবং ইয়াকুব আলী বিশ্বাসের পক্ষের সমর্থক সোলাইমান (৬৭), ইয়াকুব (৭০), অলিয়ার (৬৫), মনির (৪৫), কুদ্দুস (৫৫), ইকবাল (৫৫), বাহাদুর (৫৫), হাসেম (৪৫), রাসেল (৩৫), মনি (৪৫), আশরাফ (৫০) সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের বাড়িসহ তার সমর্থক সোলাইমান, অলিয়ার, মনির, কুদ্দুস, ইকবাল, মুন্নাফ, বাহাদুর, বারিক, হাসেম, রাসেল, মনি, আশরাফ সহ অন্তত ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সিরাজের বাড়ি থেকে ১ টি গরু ও ৩ ছাগল লুট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা ফেরত দেওয়া হয়।


শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



Tag
আরও খবর