বরগুনার তালতলী উপজেলার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪ শিক্ষক ও বহিরাগত ৬জনকে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ৷রোববার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, আমতলী উপজেলার বালিয়াতলী দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান শিক্ষক জামাল উদ্দিন ও জুনিয়র শিক্ষক (বাংলা) মো.মনোয়ার হোসেন, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মোঃ নাজমুল ও সহকারী শিক্ষক (গনিত) মোসাঃ ফাহিমা, অভিভাবক উপজেলার বড়ভাইজোড়া গ্রামের আবু বকরের স্ত্রী মোসা.ফজিলা (৪০), সুন্দরিয়া গ্রামের আঃ হাকিমের পুত্র মোঃ কামাল (২৫), জাকিরতবক গ্রামের মাসুম বিল্লাহ’র মেয়ে সাফা মনি (১৭), বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মাহবুবের পুত্র শাহ নওয়াজ (২৩), বালিয়াতলী গ্রামের রফিক চৌকিদারে পুত্র ইয়ামিন (১৮), বালিয়াতলী গ্রামের নুর জামালের পুত্র মোঃ ওবায়দুল্লাহ। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য জানান।
জানা যায়, সকালে সারাদেশের ন্যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এ সময় উপজেলার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পাঁচ শিক্ষক ও বহিরাগত ৭জনকে নকল সরবরাহে জড়িত থাকার সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার পাশে কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদ এর বাসভবনের একটি কক্ষ থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন৷
এ ব্যাপারে আটককৃত ৪ শিক্ষক ও বহিরাগত ৬জনকে অভিযুক্ত করে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।
৬৫ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
১০৭ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১৩৭ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪০ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪৪ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৫২ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে