কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা- ২০২৩ পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোছাইন সজীব এর সভাপতিত্বে সারা দেশের ন্যায় সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক ৩দিন ব্যাপী বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা রোকনুজ্জামান খান, উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেচ্ছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, রাজাপালং ইউপি সচিব মৃনাল বড়ুয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম প্রমুখ।
উল্লেখঃ বাংলাদেশের এক অনন্য অর্জনে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উখিয়া উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত ও চলমান মেগা প্রকল্প সমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরেন। উখিয়া উপজেলার সরকারের স্ব স্ব উদ্যোগে নিজেদের সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলো প্রচার করা হয়। এবং উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি অধিক স্টল উদ্যাক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়।
৫ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে