কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এ্যামোনেশন ব্লাংক কার্টিস সহ নগদ টাকা উদ্ধার করেছে ৮ এপিবিএন পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ১৫ নম্বর ক্যাম্পের ১১-ই ব্লকে আরসা সন্ত্রাসী নজিমুল্লাহ, জোবায়ের ও খাইরুল ইসলাম এর অবস্থান সম্পর্কে জানতে পেরে। ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বার এর নির্দেশনায় জামতলী ক্যাম্পে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে কালে এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা দুষ্কৃতিকারীরা পুলিশকে দেখে দৌড়ে পাহাড়ে পালিয়ে যায়।
কক্সবাজার ৮ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি বলেন, ক্যাম্পে অভিযান চলাকালীন আরসা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে রেখে যায়। পুলিশ উক্ত ব্যাগ তল্লাশী করে ২৭ টি পিস্তলের এ্যামুনেশন, ৮ টি পিস্তলের ব্লাংক কার্টিস ও নগদ ৩১৭৫ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পালিত আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে