German Federal Foreign Office (GFFO) Plan International Bangladesh এর সহায়তায় বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটোর আর্টস) উখিয়া ও টেকনাফ উপজেলায় Joining Forces for Child Protection in Emergencies (JF-CPiE) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে অদ্য ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার উখিয়ার রত্মপালং ইউনিয়নে ইটিআপ সার্পোট বা ক্ষুদ্র ব্যবসায় সহায়তার লক্ষ্যে ১১৪জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা উপকারভোগীদের নিজস্ব বিকাশ একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম এর সঞ্চালনা ও রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যানে জনাব নুরুল হুদা এর সভাপতিত্বে বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্ভোধণী পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন। প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম শুরুতে ইটিআপ সার্পোট কার্যক্রম ও তার উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত বিবরণে বলেন যেসব পরিবারে শিশুরা ঝুঁকিতে আছে তাদেরকে ঝুঁকিমুক্ত করতে পরিবারের ১৮-২৪ বছর বয়সের ব্যক্তিদেরকে উটিআপ সার্পোট বা ক্ষুদ্র ব্যবসায় জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন ১১৪ জনের সবাই ৬০০০/- টাকা করে দুই ধাপে মোট=১২০০০/- টাকা পাবেন।
রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল হুদা শুভেচ্ছা বক্তব্যে বলেন-“আজ বিটার পক্ষ থেকে যে টাকা প্রদান করা হবে তা পেটে খেয়ে শেষ করলে হবে না। আপনারা প্রত্যেকে যে যে কাজের পরিকল্পনা দিয়েছেন আজকের এই টাকা সেই কাজেই বিনিয়োগ করে লাভবান হয়ে পরিবারের শিশুর স্বার্থে ব্যয় করবেন। উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিআর্কষণ করে তিনি আরো বলেন বর্তমানে ইউনিয়নের গ্রাম আদালতে প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদের মামলা আসছে। যা কোন ভাবেই সুখের খবর না। আমাদেরকে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হবে। সর্বোপরি বিটাকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ”।
উখিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন-“নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে। নারীদেরকে আরো তৈরী হতে হবে। আজকের সমাজের পুরুষের পাশাপাশি নারীদেরও অনেক অবদান আছে যা আমরা অনেক পুরুষ বিশ্বাস করি না। মেনে নিতে পারি না। তরুণ প্রজন্মকে শিক্ষার সাথে আরো বেশি বেশি যুক্ত হতে হবে। পড়ালেখা করে মেয়েদেরকে নিজেদের অবস্থানকে আরো শক্ত করতে হবে। ছেলেদেরকে ইভটিজিং থেকে সরে আসতে হবে। অন্য মেয়েকে ইভটিজিং করার আগে ঘরে নিজের বোনের কথা চিন্তা করতে হবে। বিটার পক্ষ থেকে যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলে এই আয়োজন সফল হবে”।
৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে