উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভে পড়ে আছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় ব্যক্তিটি মারা গেছেন।
বুধবার ( ৬ মার্চ) রাত ৯ টার দিকে স্থানীয়রা উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের চারা বটতলীর এলাকার পশ্চিমে ইনানী বীচের আগে মেরিনড্রাইভে মরদেহটি পড়ে থাকতে দেখে। নিহত ব্যক্তিটি মধ্যবয়স্ক বলে ধারণা করছেন তাঁরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ফরিদ আলম নামে একজন জানান, রাত ৯টার দিকে ইনানী বীচের আগে মেরিনড্রাইভে হটাৎ বড় একটি শব্দ শুনে তারা কয়েকজন ঘটনাস্থলে এসে দেখেন মরদেহটি পড়ে আছে, আশেপাশে গাড়ির গ্লাস ভাঙ্গাও দেখেছেন বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মরদেহটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, তাকে ইনানী বীচ এলাকার আশেপাশে ঘুরাঘুরি করতে দেখেছেন, অনেকেই তার পরিচয় জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেননি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল তৈরি করে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
৫ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে