শিক্ষক! আপনি অনেক মহান
কতো জ্বালাতন করতাম আপনাকে
সহ্য করতেন তা দৃঢ়ভাবে।
আর শুধু বলতেন পড়ো , পড়ো, পড়ো
পড়তাম না বলে আপনি শুনাতেন
কতো স্বপ্নভরা বাণী!
দেখাতেন কতো আশার আলো।
তবুও মোরা ছিলাম বিরক্ত আর অভিমানী
আপনার প্রতি!
মনে মনে বলতাম আমি
কবে হাঁফ
ছেড়ে বাঁচব এই শিক্ষকের কাছ থেকে!
কিন্তু আপনি হাল ছাড়েননি,
আপনি মোদের দিয়েছেন একটি বাতি ,
তা জ্বালিয়েই আজ উজ্জ্বলতা ছড়াচ্ছি।
কৃতজ্ঞ! হে শিক্ষক আমি আপনার প্রতি
আজ শুধু এটুকুই বলবো
আপনাকে খুব ভালোবাসি
হয়তো আর কখনো একসাথে
গল্পের ছলে হাসি-মাখা মুখ নিয়ে
পড়া হবে না জানি।
কিন্তু স্মৃতি থেকে কখনো তা
মুছে দিতে পারিবো না আমি।
২৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ৫৭ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩০ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে