আমি একা!
দুপুরের ঐ বিষন্ন ঘুঘুটার মতোই আমি একা,
আমি একা বিকেলের বাতাসে পথ হারিয়ে ফেলা ঘাসফড়িংটার মতো,
আমি একা! তোমার কপালের ছোট্ট টিপটার মতোই আমি ভীষণ একা।
কোথাও কি কেউ আছে আমার?
হয়তো নেই!
আচ্ছা তোমার কপালের ছোট্ট টিপটাও তো তোমার তর্জনীর স্পর্শ পায়-
শেষ বিকেলের ঘাসফড়িংটাও খুঁজে পায় দিশা,
আর বিষন্ন ঘুঘু! সেও ফিরে পায় তার সঙ্গীকে।
কই! আমি তো পাই না কাউকে!
আমার তো কেউ হয় না!
কেউ তো জানতে চায় না এই একাকিত্বে ভরা বিষাদময় জীবনের অশ্রুকথা!
তবে কি সত্যি আমি একা!
ঠিক যেমনটা একা বিশাল আকাশের অই সূর্যটা,
যে কিনা নিজে দ্রোহের অনলে দগ্ধ হয়ে আলোকিত করে গোটা জগতটা!
নাকি আমি একা নিশি রাতের নির্জন চাঁদটার মতো?
যাকে কিনা সবাই শুধু দূর থেকেই বাসে ভালো!
• মোঃ হাসিবুল হাসান হিমেল
৩ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে