এই শহরে ফুল দেখা গেলেও
সেটা ঘ্রাণ হীন,
এই শহরে মানুষ দেখা গেলেও
সেটা মানুষ নামক অমানুষ।
এই শহরে বাতি দেখা গেলেও
সেটা আলোহীন আঁধার।
এই শহরে আয়না দেখা গেলেও
সেটা ধুলোবালি জমা কাঁচ।
এই শহরে খাবার থাকলেও
সেটা অ-খাদ্য, ভেজাল যুক্ত,
এই শহরে বাড়ি দেখা গেলেও
সেটা পরিবার হীন, বিচ্ছিন্ন।
এই শহরে নদী থাকলেও
সেটা পানি হীন,
এই শহরে গাছ পালা থাকলেও
সেটা অক্সিজেন হীন।
এই শহরে খাট থাকতেও
বিশ্রাম হীন শত কংঙ্কাল।
এই শহরে জীবন থাকলেও
সেটা মৃত লাশের ন্যায়।
এই শহরে ঘুম থাকলেও
সেটা নির্ঘুম দুঃস্বপ্ন।
এই শহরে স্বপ্ন থাকলেও
সেটা ঘুমন্ত স্বপ্ন।
এই শহরে ডাক্তার থাকলেও
বেড ভর্তি রোগ।
লেখক: তামিম হোসাইন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
৩ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে