ওরা ভেবেছিল ১৮টি বুলেটে মুজিব হবে নির্বাক!
মুজিব স্বপ্ন ভালোবাসা আর স্বাধীনতার মহানায়ক!!
জয় বাংলার ধ্বনিতে যদি মুজিবকে খুঁজে পাও!
বাংলার মানচিত্রে চোখ রেখে দেখ, মুজিবকে ওই দেখা যায়!!
কোটি বাঙালির ভালোবাসা আর তৃষ্ণায় তুমি তৃপ্তি!
মুজিব তুমি আদর্শ হয়ে ছড়াবে রক্তিম দীপ্তি!
আগস্টের ওই হায়নারা চেয়েছিল পিতা তোমায় মুছতে!
স্বাধীন বাংলার অস্তিত্বে রয়েছো তুমি, পারেনি ওরা বুঝতে।
কাল রাতে ওই লেলিহান নিল ১৮টি তাজা প্রাণ!!
ছোট্ট শিশু রাসেলকে ওরা দিলো না প্রাণ দান!
ধানমন্ডি আজও মনে রেখেছে আগস্টের কালো রাত!!
৩২ নম্বরের বাড়িতে যেন করেছিল আর্তনাদ!
মুজিব তুমি মিশে আছো অর্ণবে-অম্বরে আর শ্যামলে!
বেঁচে থাকবে অনন্তকাল কোটি বাঙালির হৃদয়ে !!
যুগে যুগে এমন মোস্তাক জন্মাবে তাতে বিস্ময়ের আছে কি??
মুজিবরা অমর ম্লান হয় না কখনো তা জানো কি?
• লেখক : মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ
৩ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে