আমি শক্তি, আমি সাহস, আমি অদৃশ্য আত্ম আগুন ৷
আমি বিশ্বাস, আমি ধৈর্য্য ,আমি সত্যবাদীর লালন।
আমি যে জ্ঞান পিপাসু সোৎসাহে মনোজ্ঞাপন।
আমি শান্ত, আমি নম্র ,আমি ন্যায়নীতির চারণ।
আমি তো নীতি-নৈতিকতা মূল্যবোধ আর শিষ্ঠাচারে কথন।
আমি দুর্লভ প্রিয়ভাষী, আমি পরহিতব্রতীতে সমদর্শন।
আমি অসাম্প্রদায়িক সম্প্রীতি দেশপ্রেম মনোভাবী এক জন।
আমি অকুতোভয়, আমিই তীক্ষ্ণ তপন মহী নন্দন।
আমি স্রষ্টার ললিত সৃষ্টিপ্রেমী মানবসেবায় দিয়েছি মনন।
আমিতো অধ্যাবসায়ী, আমি দৃঢ় শৃঙ্খলতায় বলি আত্ম কথন ।
আমি দায়িত্ব কর্তব্য, মানসিক দৃঢ়ে আমি কোপন।
তরুণ আমি কন্ঠবান, আমরাই তো মহীয়ান !
চিত্ত-চাঞ্চল্যে আত্ম, স্বার্থ ,স্বত্ব, গাত্র করব আমি দান।
বায়ান্ন, ছাপান্ন, ছিষট্টি, উনসত্তর, সত্তর, একাত্তর
আমারই বলিষ্ঠ নেতৃত্ব ইতিহাসে করেছিল স্বাক্ষর।
স্বদেশ আমার সম্পদ, সংস্কৃতি আমার গৌরব।
আমিই আমার উথান ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্য ,অহংকার ।
মস্তক, তনু ,শিরা, উপশিরায় রয়েছে স্বদেশের মিশ্রন
শত শত বৎসরেও আজও আমি নতুন।
আমার জীবন দর্শনে করি আমিই
অবগাহন ।
---------
লেখক: শিহাব শারার নিপুন
সাবেক ছাত্র
ঢাকা কলেজ,ঢাকা
১৯ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে