চলতি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিল আফগানিস্তান। আর এবার দ্বিতীয় চমক দেখালো নেদারল্যান্ডস। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো মাটিতে নামালো ডাচরা। তিন দিনের ব্যবধানে বিশ্বকাপে এটি দ্বিতীয় অঘটন।
৪৩ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচদের জয় ৩৮ রানে। এক বল বাকি থাকতেই সবকটি উইকেট হারায় বাভুমার দল।
লক্ষ্য ছিল ২৪৬। চ্যালেঞ্জিং হলেও দক্ষিণ আফ্রিকার কাছে এই রান বাধা হওয়ার কথা নয়। তবে ডাচ বোলারদের তোপে ১১ ওভার পেরোতেই ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা।
মিলার-ক্লাসেন ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু ক্লাসেন ২৮ আর জেনসেন ৯ রান করে ফেরার পর আবারো বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এক প্রান্ত আগলে রেখে ম্যাচ বের করে আনার চেষ্টা করেন ডেভিড মিলার। কিন্তু ৫২ বলে ৪৩ করে মিলার ফিরে গেলে প্রোটিয়াদের জয়ের আশা শেষ হয়ে যায়। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ব্যবধান কমানোর চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে গেছে ২০৭ রানে।
এর আগে কুইন্টন ডি কক (২২ বলে ২০), টেম্বা বাভুমা (৩১ বলে ১৬), এইডেন মার্করাম (১) এবং রসি ফন ডার ডাসেন (৪) করে ফেরেন।
আগের ব্যাট করে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করে নেদারল্যান্ডস।
১৯ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৯ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে