কামান, গোলাবারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে
ক্রমে দেশ থেকে দেশে,
অস্ত্রের ঝনঝনানি, সাম্রাজ্যবাদের চোখ রাঙানি
চলছে সাধু বেশে।
বৃদ্ধ, যুবক, নারী, শিশু থাকছে না কেউ বাকি,
প্রান্তর হয়ে উঠেছে রক্তাক্ত, আকাশ জুড়ে শকুনের ডাকাডাকি।
মানবতা নিয়ে তৎপর কেউ করছে ব্যস্ত ছুটাছুটি
এদেশ ওদেশ জুড়ে।
মধ্যপন্থীরা দিশেহারা বিবেকের তাড়নায়
কুলুপ এটেছে, কিছু বলছে না মুখ ফুঁড়ে।
মোড়ল হয়ে বসে আছে কেউ অস্ত্রবাজি করে,
গিয়েছে শতাব্দির সিংহ পুরুষ বনে,
নিজের প্রয়োজনে হাক ডাক ছেড়ে বাদিয়ে দিচ্ছে
যুদ্ধ অশান্তি জনমনে।
মানুষের জন্মই মানুষ মারার জন্য; বেঁচে থাকা যুদ্ধ করে,
ছোট্ট শিশুটিও আজ জানে না সে কেন যাচ্ছে মরে।
কুকুর, বাঘে ভয় নেই, জমদূত যখন খোদই মানুষ;
জীবন; সে তো খেলনা নয় জেনেও বিলিয়ে দিচ্ছে নিরঙ্কুশ।
আজ বেঁচে থাকার জন্য যেমন— নিত্য প্রয়োজন অন্ন, বাসগৃহ, বস্ত্র,
তেমনি প্রয়োজন রণ কৌশল শেখা, চালানো অত্যাধুনিক অস্ত্র।
অসহায় মানুষের ঠাই কোথায়, কোথায় বাঁচার অধিকার?
শোনে না কেউ তাদের রোনাজারী, বাঁচার— ‘আকুতি আবদার।’
তাই আগামীর পৃথিবী হবে— কৌশল শেখা শুধুমাত্র
মানুষে মানুষ বধ করণের,
বেলিস্টিক ক্ষেপনাস্ত্র, হাইপারসোনিক মিশাইল, ড্রোন,
রকেট আর শক্তিমত্তা প্রদর্শনের।
••••••
লেখক: কবি মোঃ সুমন মিয়া
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৪৮ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে