রাজশাহীর গোদাগাড়ীতে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় ওসামা নামের এক যুবক গুরত্বর যখম হয়েছে। আহত যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সন্ধ্যার পর উজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসামা উজানপাড়া গ্রামের আহসান হাবিরের ছেলে।
প্রত্যাক্ষদর্শি ও ওসামার পরিবার সুত্রে জানা যায়, বাড়ীর পার্শ্বে কিছুটা দুরে একটি বাগানে কিশোর গ্যাং এর সদস্যরা ইংরেজী নববর্ষ উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চ শব্দে ডিজে গান বাজিয়ে পিকনিক করছিল। ওসামার পিতা আহসান হাবিব ব্রেন ষ্টোক করে অসুস্থ্য হয়ে বাড়ীতে আছে। উচ্চ শব্দে অসুস্থ্য পিতার সমস্যা হলে ওসামা গিয়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় কিশোর গ্যাং এর সদস্য উজান পাড়া গ্রামের বাবলুর ছেলে কবির, নুরুলের ছেলে সিজান ও আব্দুল মাজেদের ছেলে মারুফসহ ১০ থেকে ১২ জন মিলে ওসামার উপর হামলা চালিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘারে আঘাত করে। এতে ওসামার মাথা ফেটে যায় ও ঘারে রক্তাক্ত যখম হয়। এলাকার লোকজন ছুটে গিয়ে তাদের কাছ থেকে ওসামাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতলে নিয়ে যায়। ওসামার মাথায় ও ঘাড়ে ৮/১০সেলাই লাগে। ওসামার অবস্থা আশংকা জনক হলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। বর্তমানে সে রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। তবে ওসামার পরিবার জানায় থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে।
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে