বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্য পদ পূরণের জন্য নিম্ন লিখিত পদের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে ।
◾পদ ২ টি হচ্ছে:-
সহকারী স্টেশন মাস্টার ( গ্রেড ১৫ )
সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ ( গ্রেড ১৭ )
◾পদ সংখ্যা
সহকারী স্টেশন মাস্টার পদে ৪১৭ জন এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ পদে ১৩৪ জন নিবে ।
উভয় ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছর এর মধ্যে থাকতে হবে ।
◾আবেদনের যোগ্যতা
সহকারী স্টেশন মাস্টার এর জন্য দ্বিতীয় শ্রেণীসহ স্নাতক পাশ করতে হবে ।
সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ এর জন্য কমপক্ষে এইচ এস সি পরীক্ষায় পাশ করতে হবে । তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে ।
◾আবেদন করবেন যেভাবে
অনলাইন এ আবেদনের জন্য http://br.teletalk.com.bd সাইট এ প্রবেশ করতে হবে ।
◾অনলাইন আবেদন শুরু হবে ১৮/০১/২০২৪ তারিখ সকাল ৯.০০ টায় ও শেষ হবে ১৮/০২/২০২৪ বিকাল ৪.০০ টায়।
অনলাইন এ প্রাথমিক আবেদন শেষ করে যেকোনো টেলিটক প্রিপেইড সিম হতে ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে ।
◾আবেদন ফি
১) সহকারী স্টেশন মাস্টার -২২৩ টাকা ।
২) সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড -২ - ১১২ টাকা ।
৩০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৮১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২৬ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
১২৯ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৯ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩৫ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে