একলা জীবন
কথা: সাগর মাহমুদ
চন্দ্র একা সূর্য একা থাকে দিবস নিশী । একা থেকে আলো দেইরে পূর্নিমার ঐ শশী... একা থাকলে নাইরে চিন্তা হয়না কোন ভয়। একা থাকা শিখে গেলে সব কিছুতে জয় ★★
আসছি একা, যাবো একা সাথে যাবেনা কেউ । জীবন নামের ছোট নৌকায় আসে কত ঢেউ... নিজের দুঃখ, নিজের কষ্ট সবই নিজের সাথী । এখন আমি কান্দি একা নিবলে ঘরের বাতি ★★
সুখের সময় সবাই থাকে দুঃখে পায়না ছায়া। এই বুকেতে এখনো আছে তার জন্য মায়া... একা ছিলাম ভালো ছিলাম চিন্তা ছিলো না মনে । মনের মাঝে চোখের অশ্রু যাচ্ছে ক্ষনে ক্ষনে ★★
জীবন কেনো হয় যে এমন বুঝিনা কিছু আমি ।তাহার কাছে ছিলাম আমি হীরার চেয়ে ও দামি... নিঃস্ব আমি হয়ে গেলাম হারিয়ে তাহার স্মৃতি। কষ্ট গুলো বুকে নিয়ে হবে আমার ইতি ★★
১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ ঘন্টা ২০ মিনিট আগে