আধো আধো বাক আসে যখন
শিশুটিও ঘুম ভেঙে ডাকে;
সবার আগে
তার মুখে ফোটে এক বুলি-মা,
শিল্পী ছবিতে আচর দেয়
রং মাখিয়ে ক্যানভাসে পরশ দেয় তার তুলি
সবার আগে আমার কাছে
প্রিয় ঠিক তেমনই তুমি
আমার ভাষা বাংলা তোমায়
কভু পারবোনা থাকিতে ভুলি।
তোমাকে পেতে ঝড়েছে রক্ত
নিভেছে কত তাজা প্রাণ
তোমার পরশে তোমার আদরে
কবি গায় মধুর গান।
তোমায় যতনে করি ধারণ
অন্তরে যপি রোজ
বাংলা তুমি কত আপন
বিশ্ব জানে খোঁজ।
আজ তাই একুশ শুধু নয়
আমার
বিশ্ববাসীর কাছে জানা একটি
অহংকার
একুশ তুমি মাতৃভাষার
অর্জনের চিৎকার।
৯ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে