গত ২৩শে ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে) "এক্সিলেন্স বাংলাদেশ" ও "স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট-এসইই" এর সম্পৃক্ততায় এবং "বি গ্লোবাল কনসালটেন্সি" এর সৌজন্যে আয়োজিত হয়ে গেলো "ক্যারিয়ার বুস্টআপ সেমিনার।"
সেমিনারটিতে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন রাফসান বিন রাজ্জাক, অ্যাসোসিয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বি গ্লোবাল কনসালটেন্সি এবং নূর তাসিন, লিড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম, এক্সিলেন্স বাংলাদেশ। দুইজন ট্রেইনার মিলে লিংকডইন প্রোফাইল ও বেসিক ভিডিও এডিটিং এর উপর চমৎকার দুটি সেশন করিয়েছেন বলে নিশ্চিত করেছে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা।
এছাড়াও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। তাঁর আসন গ্রহণের মাধ্যমে সকাল ১০.০০ টায় মূল প্রোগ্রাম শুরু হয়। শুরুতেই এসইই এর সহ - প্রতিষ্ঠাতা ফারদিন হাসান উদ্বোধনী বক্তৃতা রাখেন। পরবর্তীতে এক্সিলেন্স বাংলাদেশ এবং এসইই এর পথচলা, বর্তমান পরিকল্পনা ও আগামীর রূপরেখা নিয়ে যথাক্রমে দুটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন সম্মানিত ট্রেইনার নূর তাসিন এবং এসইই-এর প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন। এই পর্যায়ে শ্রদ্ধেয় উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্যার তাঁর মূল্যবান বক্তব্য এবং দিকনির্দেশনা প্রদান করেন এবং সেই সাথে এসইই ও এক্সিলেন্স বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় সহ - প্রতিষ্ঠাতা ফারদিন হাসান উপস্থিত ১৮০ জন অংশগ্রহণকারীদের নিয়ে স্কিল ডেভলপমেন্ট বিষয়ক শপথ বাক্য "আমরা এমনভাবে দক্ষতা বাড়াবো যাতে চাকরির পিছে আমরা নয়,চাকরি আমাদের পিছে ছোটে" পাঠ করান।
বক্তব্যের শেষে মাননীয় উপাচার্যের হাতে মেমোরেন্ডাম তুলে দেন স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট এর দুই কর্ণধার আফিয়া তাহমিন জাহিন এবং ফারদিন হাসান। এরপর উপস্থিত ট্রেইনারদের হাতে ক্রেস্ট তুলে দেন মাননীয় উপাচার্য। এ পর্যায় এসইই এর পক্ষ থেকে তাদের আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা 'pen4planet' এর পুরস্কার বিতরণীরও আয়োজন করা হয়। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার বিতরণের পর শুরু হয় মূলপর্ব। প্রথম সেশনটি ছিল লিংকডইন প্রোফাইলের উপর। কিভাবে একটি লিংকডইন প্রোফাইল তৈরি করতে হয় এবং সেই সাথে এটির বিভিন্ন ফিচার ও ফিচারগুলোর কাজ এখানে হাতেকলমে শেখানো হয়। পাশাপাশি এটি কিভাবে কর্পোরেট জগতে নেটওয়ার্কিং বাড়াতে, নিয়োগক্ষেত্রে এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে বিকশিত হতে সাহায্য করে এ বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। মূলত একটি পূর্ণাঙ্গ লিংকডইন প্রোফাইল কিভাবে তৈরি করে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা যায় তাই ছিল এই সেশনের মূল প্রতিপাদ্য বিষয়।
দ্বিতীয় সেশনটিতে ছিলেন নূর তাসিন, 'বেসক অফ ভিডিও এডিটিং' শীর্ষক শিরোনাম এ চমকপ্রদ এই সেশনে ভিডিও মেকিং, এডিটিং এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক জিনিস সম্পর্কে ধারণা দেওয়া হয়। মূলত এডিটিং এর হাতেখড়ি শেখানো হয় এই সেশন এর মাধ্যমে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ভিডিও দেখা যায় যেগুলোর বেশিরভাগই পূর্ণাঙ্গ ভিডিওর শ্রেণিতে আসে না। সেই সূত্র ধরেই ভিডিও কোয়ালিটি, সাউন্ড, কালার সবকিছু ঠিক রেখে কিভাবে ভিডিও এডিট করা যায় তার ধারণা দেওয়া হয়।পাশাপাশি প্রিমিয়াম প্রো এর কিছু ব্যবহারও উপস্থিত শিক্ষার্থীদের শেখানো হয়।
৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে