সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ

পদ্মানদীর তীর ঘেসে গড়ে উঠা গোদাগাড়ী উপজেলা। উপজেলার মোট আয়তন ৪৭৫.২৬ বর্গ কিলোমিটার, ইউনিয়নের সংখ্যা ০৯ (নয়) টি, পৌরসভার সংখ্যা ০২ (দুই) টি। উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮ শ’ ৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৪ শ’ ৯ জন , মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৭ শ’ ৯৫ জন ও  হিজড়া ভোটার সংখ্যা ১ জন। 

১ম ধাপে ৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার কথা জানান দিতে সাম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রন্তের মোড়ে মোড়ে, রাস্তা ঘাটে, হাট-বাজারে। সাধারন ভোটারদের মন কাড়তে উপজেলার মোড়ে মোড়ে, রাস্তা ঘাটে, হাট-বাজারে ছেয়ে দিয়েছে ব্যানার, ফেসটুন ও পোষ্টারে। এছাড়াও  প্রর্থীরা মটর সাইকেলের শোডাউনের পাশাপাশি দলবল বেধে চালিয়ে যাচ্ছে জনসংযোগ। সাম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রতিনিয়ত দৌড়ঝাপ করতে দেখা যাচ্ছে এবং প্রার্থীর তালিকায় যাদের নাম প্রচার প্রচারণায় রয়েছে তারা হলেন, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য রবিউল আলম, উপজেলা যুবলীগের কোষাধক্ষ্য ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক ( অবসরপ্রাপ্ত) কাষ্টম গয়েন্দা ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস রতন। কিছুদিন আগে আরও ২ /১ জনের নাম শোনা গেলেও ভোটের মাঠে তাদের দেখা যাচ্ছে না। তবে এ ৪ জন প্রার্থী রয়েছে ভোটের মাঠে। এ চার জন প্রার্থীই হচ্ছে একই দলের বর্তমান ক্ষমতাসীন (সরকারি দল) আওয়ামীলীগের। ক্ষমতাসীন দলের বাইরে আর অন্যকোন রাজনৈতিক দলের প্রার্থীকে ভোটের মাঠে প্রচার প্রচারনায় দেখা যাচ্ছে না। 

আর একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বলছেন, এ সরকারের আমলে কোন ভোটেই তারা অংশ গ্রহন করবে না। তাদের দাবি দেশে গনতন্ত্র ও ভোটাধীকার নাই। ফলে নির্বাচনের মাঠে আলোচনায় নেই স্থানীয় বিএনপি। এ কারণে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতারাই নির্বাচনে প্রস্ততি নিচ্ছেন।

এবার উপজেলা নির্বাচনে দলিয় প্রতিক না থাকায় একই দলের ৪ জন সাম্ভাব্য প্রার্থীকে ভোটের মাঠে দেখা যাচ্ছে। কেই কাউকে নির্বাচনী মাঠে ছাড় দিতে নারাজ। অধিকাংশ নেতা স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন হওয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক নেতা চা স্টল থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজারে ও ইসলামী জালসাসহ হিন্দুদের হরিবাসরে গিয়ে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচেন চেয়ারম্যান পদে সম্ভাব্য যেসব প্রার্থীরদের তৎপরতা আলোচনার শীর্ষে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য রবিউল আলম, উপজেলা যুবলীগের কোষাধক্ষ্য ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

তবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ভোটারদের মন জয় করতে জোর তৎরতা চালিয়ে যাচ্ছেন ৪ জনেই। কোন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী প্রচারনায় কম নয়। সমানে সমান চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী কৌশল ও তৎপড়তা।

এদিকে প্রার্থীদের দৌড়ঝাপের সাথে পল্লা দিয়ে উপজেলার মোড়ে মোড়ে, রাস্তা ঘাটে, হাট-বাজারে ও চায়ের স্টলে চলছে সাধারন ভোটারদের মাঝে সাম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড়। পাশাপাশি সাধারণ ভোটারদের প্রার্থীদের পাশ ফেলের হিসাব নিকাশের অংক মিলাতে দেখা যাচ্ছে। 

তৃনমূল আওয়ামীলীগের মধ্যে এখন গুনঞ্জণ উঠেছে বেলাল উদ্দিন সোহেল এমপি ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন হলেও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বেলাল উদ্দিন সোহেল না এমপির এখন আস্থাভাজন হয়ে উঠেছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

উপজেলা পরিষদের নির্বাচনে সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেল এক প্রশ্নের জবাবাবে এই প্রতিবেদককে বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমি নির্বাচন করবো। নির্বাচনী মাঠ থেকে সরে দাড়াবো না। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। দেওপাড়া ইউনিয়নবাসীর সেবা করছি। অমি উপজেলাবাসীর সেবা করতে চাই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়বে উপজেলা নির্বাচনে। তাদের মতে জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুল আওয়ামীলীগ ২ ভাগে ভাগ হয়ে গিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাঁচি প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী। এই দুই নেতার প্রভাব পড়তে পারে এবারের উপজেলা পরিষদের নির্বাচনে।

এদিকে সাম্ভাব্য প্রর্থীরা সবাই ক্ষমতাসীন দলের হওয়ায় সাধারন ভোটারদের মাঝে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে তেমন কোন উত্তাপ নাই।

স্থানীয় একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে, গোদাগাড়ী উপজেলায় এবারের উপজেলা নির্বাচনে তেমন উত্তাপ ছড়াবে না। এখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াই হবে। বিএনপিসহ অন্যান্য দল অংশ না নেওয়ায় ভোটাররা ভোট কেন্দ্রে যেতে তেমন আগ্রহী নয়। তারপরও নৌকা প্রতীক না থাকায় এবং প্রার্থীতা উন্মুক্ত থাকায় সাধারণ ভোটাররা আশা করছেন এবারের উপজেলা নির্বাচেন সৎ ও যোগ্য নেতারা অংশ নিবেন।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী ১ম ধাপে ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এই উপজেলার ভোট। তফসিল অনুযায়ী আগামী ৮ মে প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এছাড়া ১৫ এপ্রিল মনোনয়ন দাখিল, ১৭ এপ্রিল যাচাই-বাছাই এবং ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৩ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 


Tag
আরও খবর