"স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে আদালত চত্বরে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ.এস.এম আনিসুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর সহকারী জজ আদালতের সহকারী জজ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল সহকারী জজ আদালতের সহকারী জজ দিদারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম মুক্তি, সিনিয়র এড. আব্দুল মালেক, আইজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আবদুল্লাহ, অডিটর এড. সারোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আইনজীবীগণ।
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৪০ মিনিট আগে