‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষনা করেন। সকল মানুষ বিচার অধিকার প্রতিষ্ঠায় আইনগত সহায়তা পাবে মর্মে এই দিবসটি ঘোষনা করা হয়। তবে উপজেলা পর্যায়ে এই প্রথমবার এই দিবসটি পালন করা হচ্ছে। তিনি উক্ত দিবসের তাৎপর্য তৃণমুল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানান।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার আ.ফ,ম.হাসান, বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সেপেক্টর-তদন্ত) সোহেব খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন বাঘার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ ও শিক্ষক মন্ডলী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। #
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ ঘন্টা ২ মিনিট আগে
১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে