নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর ওপর ব্রিজের টোল আদায়ের টেন্ডার ড্রপিং করার সময় ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী ।
সোমবার দুপুরে চেয়ারম্যান আইয়ুব আলী মুছাপুর বাংলাবাজারে এ সংবাদ সম্মেলন করেন। একই দিন সকাল সাড়ে ১১টায় ফেনী সড়ক ভবনে মেসার্স আমান-ফারহান ট্রেডার্স নামে কোম্পানীগঞ্জ-সোনাগাজী সিমান্তে ছোট ফেনী সেতুর টোল আদায়ের টেন্ডার ড্রপিংয়ের সময় এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে আমান-ফারহান ট্রেডার্সের মালিক চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ করে বলেন, নিয়মতান্ত্রিক ভাবে আমার প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মো. আলী আক্কাস আজাদ ফেনী সড়ক ভবনে টেন্ডার জমা দিতে যায়। এসময় ফেনীর সোনাগাজীর চরচান্দিনা ফকির বাড়ীর আবদুল মজিদ ভুলুর ছেলে সন্ত্রাসী সেন্টু ও তার সহযোগী পশ্চিম চরদরবেশের দালাল বাড়ীর গোফরানের ছেলে টিপুসহ ৩০-৪০ জন সড়ক ভবনের নিচতলা থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। তারা তাকে মারধর করে টেন্ডারের যাবতীয় কাগজপত্র, চেক, পে-অর্ডার, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা মানিব্যাগ, হিসাবের খাতা ফেরত দিলেও অন্যান্য জিনিস ফেরত চাইলে তা নিজাম হাজারী এমপির কাছ থেকে নিতে বলে।
এমপি নিজাম হাজারী এ ধরনের নোংরামি না করলেও তার এখানে দায় দায়িত্ব থাকায় বিষয়টি প্রতিকারের জন্য আমি তাৎক্ষণিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, ফেনীর নির্বাহী প্রকৌশলী, পুলিশ সুপারসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও তিনি জানান।
এঘটনায় ফেনী মডেল থানায় তার প্রতিষ্ঠানের ম্যানেজার আলী আক্কাস আজাদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
অভিযুক্ত সেন্টু ও টিপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তারা ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলার সাথে সাথে তারা ফোন সংযোগ কেটে দেন।
এবিষয়ে ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতি থাকা সত্তেও এধরনের ঘটনার কথা আমি শুনেছি। তৎকারণে টেন্ডারটি স্থগিত করা হয়েছে এবং পুনঃরায় এ কাজের টেন্ডার আহ্বান করা হবে।
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে