গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে আর এফ এল কোম্পানির কাভার ভ্যানের ধাক্কায় আলিফ রানা নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ রানা গোদাগাড়ি উপজেলার কুমপুর শেখপুর গ্রামের মৃত সাজিদ খলিফার ছেলে।
পুলিশ ও প্রত্যাখ্যদর্শী সূত্রে জানা যায়, নিহত আলিফ রানা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। আজও কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি কোমরপুর শেখপুর হতে রাজশাহী সাইকেল যোগে যাচ্ছিলেন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল নামক স্থানে পৌছামাত্র রাজশাহী থেকে ছেড়ে আসা একটি আর এফ এল কোম্পানির কাভার ভ্যান (ঢাকা মেট্রো ম ১১ -৪৫ ৪১) সাইকেল আরোহী আলিফ রানা কে ধাক্কা দেয়। কাভার ভ্যানের ধাক্কায় আলিফ রানা মাটিতে ছিটকে পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্রেমতলী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থীত হয়ে আর এফ এল কোম্পানির ঘাতক কাভার ভ্যান্টি আটক করে প্রেমতলী ফাঁড়িতে নিয়ে আসে। বিকেল পাঁচটা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করে নি বলে জানিয়েছেন প্রেমতলি প্রেমতলী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম।