রাজশাহীর গোদাগাড়ীতে নাইট কোচের ধাক্কায় আম্বিয়া খাতুন ( ৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকার মুরগি বিক্রেতা ইন্তাজ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে ।
প্রত্যেকদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সময় বৃষ্টি শুরু হলে ইন্তাজ ও তার স্ত্রী আম্বিয়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার পাশে পূর্বে থেকে তৈরি করে রাখা ঘুটোর মাচান পলিথিন দিয়ে ঢাকছিলেন। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট কোচ একতা ট্রাভেলস (ঢাকা মেট্রো-থব ১৫থ১৫৪৯) নিয়ন্ত্রণ হারিয়ে আম্বিয়াকে ধাক্কা দেই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ঘাতক নাইট কোচটি ঘটনাস্থলে ছিল।
এই ঘটনায় প্রেমতলী পুলিশ ফাঁড়ী ইনচার্জ ওসমান গনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে আম্বিয়ার মৃত্যুও খবরে পেয়ে আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন নিহতের বাড়ীতে ভিড় জমাচ্ছেন নিহত আম্বিয়াকে দেখার জন্য। আম্বিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে