কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ উপলক্ষে উলিপুর উপজেলা অডিটোরিয়ামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৯ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় উলিপুর উপজেলা বাসীকে ধন্যবাদ জানান।তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #