আইন শৃঙ্খলার অবনতির সুযোগে কালিগঞ্জের পল্লীতে জমি দখলের অভিযোগ
আইন শৃঙ্খলার অবনতির সুযোগ কে কাজে লাগিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের (১ নং ওয়ার্ড) কালিকাপুরে মৃত আকিমুদ্দীন এর ছেলে শেখ আব্দুল খালেকের জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
শেখ আব্দুল খালেক এর ছেলে আব্দুল্লাহ আল মামুন এর তথ্য মতে জানা যায়, কালিকাপুর মৌজার এসএ ৩০/৮৫ দাগের ৯৯ শতাংশ জমি গত ৪০ বছর যাবৎ তারা শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছিল কিন্তু সরকার পরিবর্তন হয়ে আইন শৃঙ্খলার অবনতির সুযোগকে কাজে লাগিয়ে কালিকাপুর গ্রামের বহুল বিতর্কিত ব্যাক্তি মৃত শেখ আজিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান এবং তার লাঠিয়াল বাহিনী নিয়ে গত ১৩ আগস্ট মঙ্গলবার সকালে শেখ আব্দুল খালেকের শান্তিপূর্ন দখলে থাকা ৯৯ শতাংশ জমির মধ্য থেকে ৪ শতাংশ জমি দখলে নিয়ে ঘেরা বেড়া দিয়ে ঘর বাধে এবং শেখ আব্দুল খালেক ও তাদের শরিকদের পারিবারিক কবর স্থানে যাওয়ার পথ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী খালেক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় শালিশ মিমাংসা করার প্রস্তাব দিলেও দখলবাজ হাবিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
অভিযুক্ত হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কাগজপত্র অনুযায়ী জমিটি আমার বিগত ৪০ বছর তারা জোর পূর্বক দখলে নিয়ে ভোগ করে আসছে।
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে