বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশনের অফ ডিসি এর সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী ও সিংবাহুড়া আজিম সাহেব বাড়ির কৃতি সন্তান কামাল পাশার আয়োজনে গ্রামের পরিবারের মাঝে ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের আজিম সাহেবের বাড়িতে সোমবার সকালে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে ১৮৫ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চাটখিল শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন, খোরশেদ আলম, মোঃ খোকন, সাইফুল ইসলাম, সাইদুল বাহার ও ফরহাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্যযে, যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল পাশা বিগত ২৩ বছর ধরে স্থানীয়, সামাজিক, মসজিদ, মাদরাসা ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখার আশা ব্যক্ত করেন।