বন্যা পরবর্তী মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে শিক্ষার্থীদের, ক্ষতিগ্রস্থ গৃহ সংস্কারের জন্য টিন ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া খেজুরতলা হাফেজ ইসমাইল নুরানি মাদরাসায় সোমবার
মরহুম “মুক্তিযোদ্ধা নুর আলম ফাউন্ডেশনের” এর সার্বিক সহযোগিতায় পপুলেশন হেলথ রিসার্চ এন্ড ট্রেনিং সোসাইটির আয়োজনে এসব সেবা পৌঁছে দেওয়া হয়। সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত প্রায় ১৫০ জন রোগিকে চিকিৎসা সেবা ও ঔষধ, ৫৫ জন ক্ষতি গ্রস্থ মেধাবীকে শিক্ষা বৃত্তি ও ১০ টি পরিবারকে ঘরের চাল নির্মাণের জন্য টিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম মুক্তিযোদ্ধা নুর আলম ফাউন্ডেশনের পরিচালক মোঃ ফয়সাল ও খেজুরতলা ব্লাড ডোনেট ক্লাবের সদস্যবৃন্দ।