বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদির বড় ভাই আশেক মেহেদী আর নেই।
তিনি ভারত থেকে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে যোগদান শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়িতে ফিরে নিজ বাসভবনে ভোর সাড়ে ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক সেনা সার্জেন্ট আশেক মেহেদী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সাবেক প্রকৌশলী অফিসের প্রধান হিসাবরক্ষক শামসুদ্দিন গাজীর ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে খুলনা বিভাগীয় সশস্ত্র বাহিনী বোর্ড অফিসের একদল নৌ সদস্য চিফ পেটি অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে সামরিক মর্যাদায় পানিয়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা সম্পন্ন করে বিকাল ৫ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুধী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ জানাাজায় উপস্থিত ছিলেন।
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
২০ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে