বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশনের অফ ডিসি (বাকোডিসি) এর সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী ও নোয়াখলা গ্রামের আলহাজ্ব আবদুল মান্নান সাহেবের কৃতি সন্তান মোহাম্মদ হারুনুর রসীদ এর আয়োজনে পরিবারের মাঝে ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের আবদুল মান্নান সাহেবের বাড়িতে শনিবার সকালে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে ৫০ টি বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দলিল লিখক ও ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য মোশাররফ হোসেন সেলিম গাজী ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।
উল্লেখ্যযে, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ হারুনুর রসীদ বেশ কয়েক বছর ধরে স্থানীয়, সামাজিক, মসজিদ, মাদরাসা ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখার আশা ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় সমাজ কর্মী মোশাররফ হোসেন সেলিম গাজী জানান, সূদুর যুক্তরাষ্ট্র থেকে (বাকোডিসি) বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভকামনা করছি। ভবিষ্যতেও এমন সেবা অব্যহত রাখার আহবান জানান।
১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে
১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে