বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের আয়োজনে (চাটখিল- সোনাইমুড়ী) এলাকায় বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়ছে।
নোয়াখালী জেলার (চাটখিল-সোনাইমুড়ী) সাম্প্রতিক সময়ে বন্যায় কবলিত এলাকা গুলিতে পানি অত্যন্ত ধীরগতির পানি কমলেও আশ্রয় কেন্দ্র সহ বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বন্যা প্রাদুর্ভাবের রোগগুলো। বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্দশার কথা চিন্তা করে ডাঃ মোস্তফা-হাজরা ফাউন্ডেশন এর উদ্যোগে দুটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নের চিকিৎসা সেবা ও ঔষধ পৌঁছে দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকগণ বন্যা দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র ও আশ্রয় কেন্দ্রের বাহিরে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উল্লেখ্যযে, ডাঃ মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে আর্ত মানবতার সেবায়, শিক্ষা, সামাজিক, বস্ত্র, নিয়মিত চিকিৎসা সেবা, মসজিদ, মাদরাসা, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাজ করে ইতিমধ্যে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
সংগঠনটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং সমাজসেবক ইংল্যান্ড প্রবাসী, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা এবং প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী জহিরুল ইসলাম।