ঈশ্বরগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জানা যায়, উপজেলার ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রচার করে আসছিল। যার কারনে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়া ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যার ফলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহবুব আলম, আরাফাত হোসেন, আবু রায়হান, আরিফা আক্তার, নিলুফা আক্তার, আইরিন আক্তার, জুনাঈদ আহমেদ, সুলতানা আক্তার, তোহিদ আহমেদ, পিয়াস প্রমুখ। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, এব্যাপারে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে