মানুষ একবার প্রেমে পড়ে নাকি বার বার এই প্রশ্নের পক্ষে বিপক্ষে হাজার কথা আছে। তবে আমি বলবো মানুষ প্রেমে পড়ে বার বার হাজার বার। সেটা হতে পারে বইয়ের হতে পারে প্রকৃতির হতে পারে স্রষ্টার। শুধু যে মানুষের প্রেমে পড়তে হবে এমন ত নয়! তবে হ্যা মানুষের প্রেমেও পড়া যায় একাধিক বার।কারো আচরণে কারো চুলের বেণীতে আবার কারো মিষ্টি হাসির।তবে প্রেমেই তোমাকে পড়তেই হবে।
এই ধরুন আমার কথাই বলি না, পুচকে এক মেয়ের প্রেমে পড়েছিলাম।সময়ের বিবর্তনে সে আমার উপর বিরক্ত হলেও আমি কিন্তু প্রতিদিন তার প্রেমে পড়ি। কেন বলুন ত?
প্রেমে লায়লি মজনু নিজের জীবন হারিয়েছে তবু কি মানুষের প্রেম হারিয়েছে? হারায়নি ত। প্রেমে বারণ নেই একাধিকবার প্রেমে পড়াতেও দোষ নেই। প্রেমে পড়ে দেখুন না একবার সংসারটা কি যে রঙিন মনে হবে।
আবারো বলছি মানুষ প্রেমে পড়ে বার বার, হাজার বার
৭ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে