সাম্প্রতিক সময়ে নোয়াখালী বন্যা দূর্গতদের মাঝে ত্রান কার্যক্রমের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন মানবতার মানবিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে "চ্যারিটি ফর সিংবাহুড়া"।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়ায় অবস্থিত "মানবতার কল্যানে, চ্যারিটি ফর সিংবাহুড়া সবখানে" এমন প্রতিপাদ্য নিয়ে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে সংগঠনটি আত্ম প্রকাশ করেন।
সাম্প্রতিক সময়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করার জন্য ৮ সদস্য কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি- সাইফুল আজম জগলু, সহসভাপতি- সুমন হাদী, সহসভাপতি- ফয়সাল হাদি, সাধারণ সম্পাদক-মহিন উদ্দিন সুমন, সহসাধারণ সম্পাদক-রাফাত রহমান সামি, সহসাধারণ সম্পাদক-শাকিল হোসেন, কোষাধ্যক্ষ-রেজানুর পাটোয়ারী লিটন ও সহকোষাধ্যক্ষ- সোলাইমান মানিক।
সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী কয়েক দিনের মধ্যে কমিটির পরিচিতি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কার্যক্রম চালোনো হবে। আমরা সকলের সহযোগিতা কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।