কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান-২৪ অনুষ্ঠিত
কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান-২৪ অনুষ্ঠিত
ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই,এই প্রতিপাদকে সামনে রেখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরার বাস্তবায়নে, অনুষ্ঠানটি কালিগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে, ১৯শে-অক্টোবর-২৪ রোজ শনিবার সকাল ১১:৩০মিনিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা এর উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জ এর কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, অনুষ্ঠানটির সভাপত্বিতো করেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন,অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জের কৃষিবিদ মানবিকা (শীলা), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা কৃষক ভাইয়েরা, এ সময় তাদের ভেতর থেকে তিনজনকে কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে,ইঁদুর ধরে নিয়ে আসাকে কেন্দ্র করে সম্মানিত করা হয়।