বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের আয়োজনে আর্ত মানবতার সেবায় নিয়োজিত ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে, চাটখিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে প্রান কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৬ অক্টোবর (শনিবার) সংগঠনের সমন্বয়ক সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন হাসান।
আরও বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চাটখিল আলিয়া মাদ্রাসার শিক্ষক ও দৈনিক মানব জমিনের চাটখিল প্রতিনিধি মামুন হোসেন, মল্লিকার দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক ও ঘাটলাবাগ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ওমর ফারুক, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন, জামাল উদ্দিন ও সাহাদাত হোসেন।
মতবিনিময় সভায়, পূর্ব ঘোষিত আগামী ৯ নবেম্বর জয়াগ কলেজে মাঠে চাটখিল-সোনাইমুড়ীতে বিশাল ১০ম বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপনের কথা রয়েছে। সেখানে সাধারণ মানুষের পাশে বিভিন্ন সেবা প্রদান, উচ্চ শিক্ষার স্কলারশিপ, বন্যার্তের মাঝে পূর্নবাসন সহ বিভিন্ন বুথের ব্যবস্থার কথা রয়েছে।
উল্লেখ্যযে, ডাঃ মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে আর্ত মানবতার সেবায়, শিক্ষা, সামাজিক, বস্ত্র, নিয়মিত চিকিৎসা সেবা, মসজিদ, মাদরাসা, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাজ করে ইতিমধ্যে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
সংগঠনটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং সমাজসেবক ইংল্যান্ড প্রবাসী, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা এবং প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী জহিরুল ইসলাম।
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে