মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে তেরাব আলী ওরফে চান্দ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (০২ নভেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘর তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম শনিবার বিকেলে বলেন, যৌথবাহিনীর অভিযানে তেরাব আলী ওরফে চান্দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে