লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন তাৎক্ষণিক কয়েকজন সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ।
সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির জানান, ২৫-২৭ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে।