রাজশাহীর বাঘায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) এর সঙ্গে সাংবাদিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ নভেম্বর) বিকেল৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন,নবাগত ইউএনও শাম্মী আক্তার,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,উপজেলা পিআইও অফিসার মাহমুদুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনসুর আলী,বাঘ প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা,আহবায়ক কমিটির সদস্য মোহাঃ আসলাম আলী,আমানুল হক আমান, আশরাফুল আলম,লালন উদ্দিন,গোলাম তোফাজ্জল কবীর মিলন। আরও উপস্থিত ছিলেন,সইদুল ইসলাম,আব্দুল হামিদ মিঞা,সুব্রত কুমার,আবদুস সালাম,আবদুল কাদের নাহিদ। এছাড়াও অন্যান্য প্রেসক্লাব এবং বাঘা রিপোর্টাস ক্লাব এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শাম্মী আক্তার গত ২৭ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদন্নোতি পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।