মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভা পৌর মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (০৪ নভেম্বর) রাত ৯টায় সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জুনাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজারে চুরি প্রতিরোধে নৈশ প্রহরী বৃদ্ধি, রাত ১২টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে দোকানের সাইনবোর্ড এর উপর আরোপিত টেক্স আদায় না করতে দাবির প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার আশ্বাস প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ সাইনবোর্ড এর টেক্স বাতিলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় পৌর প্রশাসক সহ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উক্ত সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শৈলেন্দ্র দেবনাথ, হারুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান, মীর শামীমুর রহমান, প্রভাষক তারেক আহমদ, শামীম আহমদ, হাজী রুয়েল আহমদ, ফরিদ আহমদ, আব্দুল হক, আব্দুল হাসিব, মোহাম্মদ আবুল হোসাইন, দেলোয়ার হোসেন বাদশা, জাকারিয়া আহমদ প্রমুখ। সভায় সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দ্রুত নবায়ন করে পৌরসভার ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান নেতৃবৃন্দ।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে