সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রবীর দেবনাথ আর নেই
সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রবীর দেবনাথ আর নেই
বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ
সকলকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রবীর কুমার দেবনাথ (৪৭)।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৭ টার দিকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে কালিগঞ্জের বাঁশতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।অত্যন্ত বিনয়ী, সদালাপী, ও সুদক্ষ শিক্ষক হিসেবে পরিচিত সহকারী অধ্যাপক প্রবীর কুমার দবনাথ এর অকাল মৃত্যুতে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এইচএম রহমাতুল্লাহ পলাশসহ সদস্যবৃন্দ, সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রয়াত সহকারী অধ্যাপকের বাড়িতে যেয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।