কালিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৮১তম উপশাখার উদ্বোধন
কালিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৮১তম উপশাখার উদ্বোধন
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে উদ্বোধন হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮১তম উপশাখা।রোববার (১ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ থানা রোডে এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফেরদৌস হাসান।
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এফএভিপি ও নলতা মোবারকনগর শাখার ব্যবস্থাপক শহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।
খুলনা জোনাল অফিসের এসপিও মো: অহিদুজ্জামানের সঞ্চালনায় ও কালিগঞ্জ উপশাখার ইনচার্জ আহসান হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। # ছবি আছে
ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮১তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফেরদৌস হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।