নাগরিকদের নির্বিঘ্নে চলাচল ও শহরের সৌন্দর্য বাড়াতে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর নির্দেশে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে ও সৌন্দর্য রক্ষায় ইউএনও'র নির্দেশে আমরা পৌরসভার পক্ষ থেকে অভিযান পরিচালানা করেছি হয়েছে। ফুটপাতে মানুষের হাটাচলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
ফুটপাতে ভাসমান দোকান ও স্থায়ী দোকানের পণ্যসামগ্রীর পসরা ফুটপাতের ওপর সাজিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২০ ঘন্টা ২৮ মিনিট আগে
২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ২১ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৩ মিনিট আগে