ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠান ১৮ ডিসেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোবেল মিয়া। আরও উপস্থিত ছিলেন, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠানে ৪৩ জন অটিস্টিক বালক এবং ২৫ জন অটিস্টিক বালিকা অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ ও ফুল কুড়ানো ইভেন্টের আয়োজন করা হয়। শিশুরা সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ খেলাধুলা শেষে অটিজম শিশু, অভিভাবক ও অটিজম বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলাধুলা পরিচালনা করেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. হারুন-অর রশিদ, আব্দুল মান্নান ও প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে