কালিগঞ্জে ড. খুরশিদা খন্দকারের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কালিগঞ্জে ড. খুরশিদা খন্দকারের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আমেরিকা প্রবাসী মরহুমা ড. খুরশিদা খন্দকার মীরা'র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুম'আ মরহুমার মামা উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মরহুম আকরাম খাঁর বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা স্টেট কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সাহিরুল হোসেন খান, খান জামিরুল ইসলাম, শেখ আব্দুর রহমান, খান কামরুজ্জামান লিটন, কায়সারুজ্জামান মিলনসহ মহৎপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম, দারুল জান্নাত তাহফিজুল কোরআনের হাফেজ, পাওখালি হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমা ড. খুরশিদা খন্দকার মীরার জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন তারালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আরিফুজ্জামান। তিনি বলেন, একজন নারী হয়েও ডক্টর মিরা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের অতীত ইসলামিক ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। নারীরাও যে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন তা এই মহীয়সীকে দেখে বোঝা যায়। ডক্টর খুরশিদা খন্দকার গাছ নিয়ে গবেষণার পাশাপাশি নারী শিক্ষার উন্নয়ণ এবং বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাযরে আসওয়াদ জামে মসজিদের ইমাম ও খতিব।