শেরপুরের ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকার মহিলা সিদ্দিকিয়া মাদ্রাসার এতিম ও হত-দরিদ্র ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় ওই মাদ্রাসায় গিয়ে নিজ হাতে এ কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও ওই মাদ্রাসার শিক্ষক, এতিম ও হতদরিদ্র শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীগণ। শীতবস্ত্র (কম্বল) বিতরণের আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ওই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়াসহ মাদ্রাসার প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। জানা গেছে, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্তর্ভুক্ত এ মাদ্রাসায় কয়েক শতাধিক মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে। এদের মধ্যে ৫০ জন এতিমও রয়েছে। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ইতোমধ্যেই ঝিনাইগাতী সদর ও খৈলকুড়া মাদ্রাসাসহ বেশকিছু মাদ্রাসায় কম্বল বিতরণ করেছেন এবং গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২২ মিনিট আগে